নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): খুচরা ও পাইকারি ব্যবসাকে এমএসএমই হিসাবে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের ব্যবসায়ীদের ক্ষমতায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুচরা ও পাইকারি ব্যবসাকে এমএসএমই হিসাবে অন্তর্ভুক্ত করার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আমাদের সরকার।
টুইটে প্রধানমন্ত্রীর সংযোজন, এর ফলে আমাদের কোটি কোটি ব্যবসায়ীকে সহজ অর্থায়ন, অন্যান্য সুবিধা পেতে সহায়তা করবে ও তাঁদের ব্যবসা বাড়াতে সহায়তা করবে। ব্যবসায়ীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্যবসায়ীদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র।