নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : আর্থিক দুর্নীতির অভিযোগে এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, ভিকি ডোনার খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে বিদেশী এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
সম্প্রতি চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইয়ামি। জানা গিয়েছে, ইতিমধ্যে ইডি-র জোন ২ ওই মামলার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ইডি তলব করল অভিনেত্রীকে। আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে অনেক বড় বড় প্রযোজক সংস্থাও ইডির নজরে রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুন মণীশ মালহোত্রা, সব্যসাচী, ঋতু কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের প্রথম সারির তিন ফ্যাশন ডিজাইনারকে ইডি তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছে, পঞ্জাবের এক রাজনীতিকের সঙ্গে নগদে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। পৃথক দিনেই দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছিল তিনজনকে।