নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ কি রোগে ৩ জনের মৃত্যু হল এনিয়ে ধোয়শার সৃষ্টি হয়েছে৷ তুইকই জয়ধন পাড়ায় তিনজনের মৃত্যু ম্যালেরিয়ায় হয়নি বলেও সরকারী তথ্য সামনে এসেছে৷ করোনায় তাদের মৃত্যু হয়নি৷ তাহলে কি রোগে মৃত্যু হল ওই তিনজনের৷ তেলিয়ামুড়া স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান কি কারণে মৃত্যু হয়েছে তিনজনের সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি৷ তবে এই খবর ছড়িয়ে পড়তে বিগত দুইদিন পর পর তেলিয়ামুড়া স্বাস্থ্যদপ্তর এবং খোয়াই জেলার ম্যালেরিয়া বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া এবং কোভিড পরীক্ষা করানো হলেও ওই এলাকার কারও শরীরে ম্যালেরিয়া ও কোভিড পজিটিভ পাওয়া যায়নি৷ তবে কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা৷
এদিকে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক আরো জানান গ্রামীণ ডাক্তার দিয়ে ওই তিনজনকে চিকিৎসা করানো হয়৷ সে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না৷ উল্লেখ্য গত বুধবার এবং বৃহস্পতিবারে তুই কই জয়ধন পাড়া এলাকায় দুইজনের মৃত্যু হয়৷ অপর এক যুবক আমবাসা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাঙ্খল পারার তুই কই জয়ধন পাড়ায় মরণব্যাধি অজানা রোগে মৃত্যু হয় তিনজনের৷ গত বুধবারে প্রথম মৃত্যু হয় সাম রাঙ্খল (১৩), এদিনের রাতে দ্বিতীয় মৃত্যু হয় একই পরিবারের রসলিন রঙ্খল (১৭) এর৷ গত বুধবারের পরে বৃহস্পতিবার মৃত্যু হয় আরও এক যুবকের রাম কুমার রাঙ্খল (১২) এর৷ অপরদিকে আশীষ কুমার রাঙ্খল (২৫) বর্তমানে আমবাসার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন৷ তিনজনের মৃত্যু ঘটায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷ মৃতের নিকট আত্মীয়া মিলন রাঙ্খল সংবাদ প্রতিনিধিকে জানিয়ে ছিলেন, মৃত তিনজনের করোণা পরীক্ষা করা হয়েছিল তাদের পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ৷