নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রাজ্যে আরও তিনজনের মৃত্যু হল করোনায়৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয় ৪৫৩৪ জনের৷ করোনা শনাক্ত হয় ২১৯ জনের৷ মৃত্যু হয় ৩ জনের৷ পশ্চিম জেলায় সংক্রমিত হয় ৭৭ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ১৩ জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ১৮ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ১৮ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ১৬ জন, ধলাই জেলায় ৩১ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ১৬ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৩০ জন৷
সক্রিয় রোগীর সংখ্যা ৩০৫৫ জন৷ সুস্থতা হার ৯৪.২৪ শতাংশ৷ এবং সুস্থ হয় ৪৩৯৪৬৬ জন৷