আগরতলায় একাধিক স্থানে সিপিএমের আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে পূর্ব থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রাজ্যে একের পর এক বিরোধীদল সিপিএমের আন্দোলন কর্মসূচির ওপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে৷ সোমবার সকালে রাজধানী আগরতলা শহরের ধলেশ্বরে এবং রাম ঠাকুর সংঘ এলাকায় সিপিএমের আন্দোলন কর্মসূচির ওপর হামলা চালিয়ে বেশ কয়েক জনকে জখম করা হয়েছে৷


রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী এলাকা বনমালীপুরে সিপিআইএমের পূর্ব অঞ্চল কমিটির অফিসের সামনে আন্দোলনরতদের ওপর শাসক দলের হামলা৷ আইনজীবী ভাস্কর দেববর্মার মাথা ফাটিয়ে দেওয়া হয়য়েছে৷ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রায় ২৫ টি বাইক৷ হামলার প্রতিবাদে পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করেছে সিপিআইএম৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷ অবিলম্বে িিভযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ হয়৷ ঘটনার বিবরণে জানা যায়, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি অন্যান্য জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য ব্যাপি আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম আগরতলা পূর্ব অঞ্চল কমিটির পক্ষ থেকে ধলেশ্বরে কোভিড বিধি মেনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়৷ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলাকালে শাসকদল আশ্রিত দুর্বৃত্তরা আন্দোলন কারীদের উপর হামলা চালায়৷ রক্তাক্ত হয় এলাকার রাস্তাঘাট৷ গুরুতরভাবে আহত হন আইনজীবী ভাস্কর দেববর্মা সহ কয়েকজন৷ দুর্বৃত্তরা এলাকায় প্রায় ২৫ টি বাইক ভাঙচুর করেছে এবং রাস্তার পাশে ড্রেনেফেলে দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে পূর্ব থানা থেকে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত আইনজীবী ভাস্কর দেববর্মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআইএমের পক্ষ থেকে আগরতলা পূর্ব থানায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানায় বিক্ষোভ স্থলে ছুটে আসেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ পশ্চিম জেলা সম্পাদক রতন দাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ ঘটনার সঙ্গে জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ তিনি জানান জনস্বার্থ সংশ্লিষ্ট চার দফা দাবি নিয়ে পূর্ব অঞ্চল কমিটির পক্ষ থেকে যখন ধলেশ্বর সিপিআইএম অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও সংগঠিত করা হচ্ছিল তখন বিজেপি আশ্রিত দুসৃকতিকারীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়৷ তিনি বলেন খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ খুবই উদ্বেগজনক৷ বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করতে দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন৷

রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়েছিলেন কোন ধরনের আক্রমণ সংঘটিত হবে না৷ কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ রাজ্যকে সমাজবিরোধীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন৷ এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস৷ অবিলম্বে রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তিনি দাবি জানিয়েছেন৷


রাজধানী আগরতলা শহরের ধলেশ্বরে সিপিআইএমের আন্দোলন কর্মসূচির উপর বিজেপি আশ্রিত সন্ত্রাসবাদীদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সিপিআইএম সাংবাদিক সম্মেলন করে৷ সাংবাদিক সম্মেলনের বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী পরপর এসব হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানান৷ তিনি বলেন গতকাল রাজনগরে বিধায়ক সুধন দাসকেও রক্তাক্ত করা হয়েছে৷ তিনি আরো বলেন পিপলস রিলিফ ভলান্টিয়ার্সরা এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন৷ সোমবার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে ধলেশ্বরে আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা৷ আক্রান্ত দলীয় কর্মী সমর্থকরা আত্মরক্ষার জন্য সিপিআইএমের পূর্বাঞ্চল অফিসে আসলে সেখানেও তাদের উপর দুর্বৃত্তরা আক্রমণ চালায়৷ পার্টি অফিসে তারা ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেন৷


সিপিআইএম সদর বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী আরো অভিযোগ করেন, রাম ঠাকুর সংঘ সংলগ্ণ এলাকায় সিপিআইএম দক্ষিণাঞ্চল কমিটির আন্দোলন কর্মসূচির ওপর বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে৷ সেখানে দুজন নেতা প্রাপ্ত হয়েছেন৷ শুভাশিস বাবু আরো বলেন, বিজেপি যেখানে স্লোগান তুলেছে এবং রাজ্যে জরুরি অবস্থা ফিরিয়ে আনতে দেওয়া হবেনা ঠিক সেই সময়ে একের পর এক ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে৷ এই রাজ্যে গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে আন্দোলন করতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷বিরোধী দল সিপিআইএম এসব হামলা হুজ্জোতি উপেক্ষা করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও পাল্টা হুঁশিয়ার দেওয়া হয়েছে৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *