নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। মহামারী পরিস্থিতিতে পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। এদিন দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরু-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে জ্বালানি তেল। মুম্বইয়ে ১০৫ টাকা ছুঁতে চলেছে পেট্রোল, বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০২ টাকার বেশি। দিল্লি, চেন্নাই ও কলকাতাতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোল।
মঙ্গলবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৮.৮১ টাকা এবং ডিজেল ৮৯.১৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৮.৬৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.০৩ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৪.৯০ টাকা এবং ডিজেল ৯৬.৭২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৯.৮২ টাকা এবং ডিজেল ৯৩.৭৪ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০২.১১ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৫৪ টাকা।
2021-06-29