CPM : বিরোধীরা আক্রান্ত, বিক্ষোভ মিছিল সিপিএমের

আগরতলা, ২৯ জুন (হি. স.) : বিরোধী দলের আন্দোলন কর্মসূচির ওপর ক্রমাগত হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানীর আগরতলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে সিপিআইএম। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলাকালে শাসকদল আশ্রিত দুর্বৃত্তরা আন্দোলনকারীদের উপর হামলা চালানোর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে দাবি সিপিআইএমের।

এদিন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সিপিআইএম বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী একের পর এক হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, রাজনগরে বিধায়ক সুধন দাসকে রক্তাক্ত করা হয়েছে। পিপলস রিলিফ ভলান্টিয়ার্সরা এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সোমবার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে ধলেশ্বরে এবং রাম ঠাকুর সংঘ এলাকায় আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। তাতে আইনজীবী ভাস্কর দেববর্মা সহ তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। দুস্কৃতিকারীরা পার্টি অফিসেও ভাঙচুর চালিয়েছে। আন্দোলন কর্মসূচির ওপর বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এই রাজ্যে গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না।


তাঁর দাবি, ত্রিপুরাকে সমাজবিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে ত্রিপুরায় আইনের শাসন ফিরিয়ে আনার জন্য জোরালো তিনি দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *