Covid-19 : ত্রিপুরায় ফের বাড়ছে দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যু, স্বস্তি দিচ্ছে সুস্থতা

আগরতলা, ২৯ জুন : ফের ত্রিপুরায় বেড়ে চলেছে করোনায় দৈনিক সংক্রমণ। তবে, মৃত্যুর সংখ্যা কমায় কিছুটা স্বস্তি অনুভব করছেন ত্রিপুরাবাসী। সাথে স্বস্তি দিচ্ছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭৬ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু এবং ৩৮০ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১১৩২ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৭০১৫ জন মোট ৮১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ২০ জন এবং রেপিড এন্টিজেনে ৪৫৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪৭৬ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.৮৪ শতাংশ।

তবে, স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৮০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩১৪৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৫৩৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬১৪৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৪.১৪ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০৩ শতাংশ। নতুন করে ২ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৭৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতর পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৫৭ জন, দক্ষিন জেলায় ৫১ জন, গোমতি জেলায় ৪৪ জন, ধলাই জেলায় ৫৬ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫৮ জন, ঊনকোটি জেলায় ৩০ জন এবং খোয়াই জেলায় ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *