কলকাতা, ২৯ জুন (হি. স.) : রাজ্যপাল ধনকর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতন্ডার ব্যাপারে ধনকরকে সমর্থন করে মমতাকে তোপ দাগলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তথাগতবাবু টুইটে লেখেন, “আমি পাঁচ বছর রাজ্যপাল ছিলাম। রাজ্যপালের ক্ষমতা এবং সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত পড়েছি। কোনও রাজ্যপাল তাঁর রাজ্যে ইচ্ছেমত কোথাও যেতে পারবেন না? মুখ্যমন্ত্রীর কাছে তাঁকে ব্যাখ্যা দিতে হবে? রাজ্যপালকে যেভাবে অপমান করা হচ্ছে তাতে আমি বিতশ্রদ্ধ।“
অপর একটি টুইটে তথাগতবাবু লেখেন, “মুখ্যমন্ত্রী রাজ্যপাল ধনকরকে বাজে কথা এবং গালাগাল করছেন। তার অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সংযত প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্যপাল। এর জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। কীভাবে অযৌক্তিক যুদ্ধং দেহি এবং বৈরী মুখ্যমন্ত্রীকে মোকাবিলা করতে হয়, রাজ্যপাল ধনকরের এই আচরণ ভবিষ্যতের রাজ্যপালদের একটি আদর্শ হিসাবে কাজ করতে পারে।“
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জৈন হাওয়ালা কাণ্ডে ধনকর অভিযুক্ত বলে দাবি করেন তিনি। সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ ওড়ান রাজ্যপাল। তাঁর দাবি, জৈন হাওয়ালার চার্জশিটে তাঁর নাম ছিল না। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করেন রাজ্যপাল।