নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ জুন৷৷ ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের মোট আটজন আহত হয়৷ তার মধ্যে দুইজন গুরুতর ভাবে আহত হন৷ তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার বিবরণে জানা যায় , ভোরবেলায় পুটিয়া এলাকার কিছু যুবক প্রতিদিনের ন্যায় বিএসএফকে ম্যানেজ করে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার করে বাংলাদেশে৷ এই গরু পাচারের লাইন নেওয়ার জন্য ভোরবেলায় সীমান্তের কাছাকাছি আবুল কাসেমের বাড়িতে পুটিয়া এলাকার গরু ব্যবসায়ী ফরিদ মিয়া নামে এক ব্যক্তি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে গরু পাচার করার জন্য ওই বাড়িতে জড়ো হয়৷বাড়ির মালিক আবুল কাসেম তার বাড়ির ওপর দিয়ে গরু পাচার করতে বাধা দিলে আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলামসহ তার অন্যান্য ভাইদের উপর লাঠি ও রট দিয়ে হামলা চালায়৷অপরদিকে তাদের লাঠির আঘাতে বাদশা মিয়া নামে এক ব্যক্তির মাথায় লাঠির আঘাত লেগে তার মাথা ফেটে যায়৷তার মাথায় মোট ১২ টি সেলাই লাগে৷
এলাকার লোকজন দুপক্ষের সংঘর্ষ কোনরকমে থামিয়ে আহতদের প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে গুরুতর অবস্থায় দুজনকে জিবি হাসপাতাল রেফার করেন৷ এই রক্তক্ষয়ী সংঘর্ষে দু’’পক্ষের মধ্যে মোট ৮ জন আহত হয়৷ জানা গেছে ,দুই পক্ষ থেকেই মামলা ও পাল্টা মামলা করা হয় কলমচৌড়া থানায়৷ বাড়ির মালিক আবুল কাশেম তার পুত্র সন্তানদের নিয়ে থানায় মামলা করতে গেলে তাদের মোট চার জনকে আটক করে রাখে বলে অভিযোগ৷ এ ব্যাপারে কলমচৌড়া থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার সংবাদ নেই৷ এলাকাবাসী অভিযোগের আঙুল তুলেছেন পুলিশের বিরুদ্ধে৷ পুলিশ সবকিছু জেনেশুনে আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ পুলিশ এবং বিএসএফকে ম্যানেজ করে এভাবে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার করা হচ্ছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী নিরীহ মানুষ গরু পাচারে সাহায্য করতে অস্বীকার করলেই তাদের উপর হামলা সংগঠিত করা হচ্ছে বলেও অভিযোগ৷