কলকাতা, ২৯ জুন (হি স)। টিকা কাণ্ডে এবার তদন্তে নামছে কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারেরা প্রাপ্ত সংশ্লিষ্ট খবরগুলো নিয়ে একটি বৈঠক করেন।
গত সপ্তাহে ভুয়ো টিকা কাণ্ডে তদন্তের দায়ভার নেয় কলকাতা পুলিশ। গঠন করা হয় সিট। যারা এই তদন্তে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার ও দেবাঞ্জনের বিরুদ্ধে একাধিক জালিয়াতির প্রমাণ জোগাড় করেছে। এবার এই ঘটনায় তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে ইডি।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের কাছে ভুয়ো টিকা কাণ্ডে দায়ের হওয়া সমস্ত মামলার তথ্য চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, কোন কোন থানায়, ক’টি এফআইআর দায়ের হয়েছে? তদন্তে কী কী তথ্য মিলেছে? এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে ইডি মারফত ই মেল করা হয়েছে। তার মধ্যেই প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে ইডি।
সোমবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফে এই ভুয়ো টিকাকাণ্ডে বিভিন্ন তথ্য জানতে চেয়ে ই-মেল করা হয়। কলকাতা পুলিশকে অবিলম্বে দ্রুত সেই সমস্ত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ভুয়ো টিকাকাণ্ডে দেবাঞ্জনের গ্রেফতারির পর বিজেপি তথা বিরোধী দলগুলির তরফে ঘটনার সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি জানানো হয়। যদিও রাজ্য সরকার নিজেদের পুলিশের উপরই ভরসা রাখে। মুখ্যমন্ত্রীর তরফে পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে দেবাঞ্জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়। তবে এবার ঘটনার মোড় নিয়ে ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করে তদন্তে নামতে তৈরি কেন্দ্রীয় সংস্থা ইডি।
সূত্রের খবর, দেবাঞ্জনের মামলায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রের নামও জড়িয়েছে। নিরাপত্তা রক্ষী নিয়োগের ক্ষেত্রে ভুয়ো চিঠিতে কেন্দ্রের সংস্থার নাম জোড়ায় বিতর্ক শুরু হয়। তাই এবার ইডির তরফে তদন্তে নেমে মামলার তদন্ত শুরু করতে চাইছে। ইডি মারফত জানা গিয়েছে, দেবাঞ্জনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ভুয়ো টিকাকাণ্ডে তারা আর্থিক প্রতারণার মামলা রুজু করবে বলে জানা গিয়েছে। আর্থিক তছরূপ আইনের আওতায় এফআইআর করে দ্রুত তদন্ত শুরু করতেই কলকাতা পুলিশকে ই’মেল করে ইডি