লন্ডন, ২৯ জুন (হি.স.): কোভিডের সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে ব্রিটেনে। বিগত ২৪ ঘন্টায় ব্রিটেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৬৮ জন। এই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। ফলে ব্রিটেনে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৭৫৫,০৭৮ জন। ব্রিটেনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৮,১০৩ জনের।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সারাদিনে ব্রিটেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২,৮৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। ব্রিটেনে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ৪,৩১৯,১৯৯ জন। ব্রিটেনে নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও, বিগত এক সপ্তাহ ধরে ৩০-এর নীচেই রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
2021-06-29