উদ্বেগ ক্রমেই বাড়ছে, হিমাচলে ডেল্টা প্রজাতিতে সংক্রমিত ৭৬

শিমলা, ২৯ জুন (হি.স.): হিমাচল প্রদেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির সংক্রমণ। মঙ্গলবার পর্যন্ত হিমাচল প্রদেশে ডেল্টা প্রজাতিতে সংক্রমণের সংখ্যা ৭৬। মঙ্গলবার হিমাচল প্রদেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাঃ ওয়াই এস পি নাহানে ৪৯, ডাঃ আর কে জি এম সি হামিরপুরে ২, আইজিএমসি শিমলায় এক, এসএলবিএসজিএমসি নেরচকে ৪, ডাঃ আরপিজিএমসি টান্ডাতে এক, এইচবিটি পালমপুরে ১৯।  
কোভিড-১৯-এর বি.১.৬১৭.২ প্রজাতির জন্যই করোনার দ্বিতীয় ঢেউ উঠেছিল ভারতে। প্রতিদিন বেড়েছিল সংক্রমণের সংখ্যা, মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। ডেল্টা প্রজাতির পর ডেল্টা প্লাস ভয় বাড়াচ্ছে ভারতে। ডেল্টার থেকে বেশি সংক্রামক মনে করা হচ্ছে ডেল্টা প্লাস প্রজাতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *