নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ভিলেজ কমিটির ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিজেপি এবং তিপরা মাথা দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে মতভেদ চরম আকার ধারণ করেছে৷ উত্তর জেলার পেচাররথলে ভিলেজ কমিটি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে৷ রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কুমারঘাট মহকুমার পেঁচারথল এলাকা৷জানাগেছে, তিপ্রামথা এবং বিজেপি কর্মীদের মধ্যে হয় এই সংঘর্ষের ঘটনা৷
মূলত বিজেপি এবং তিপ্রামথার কর্মীদের মধ্যে ভিলেজ কমিটি গঠনের বিষয় নিয়ে চা চক্রে আলোচনার মধ্য থেকেই এই ঝামেলার সূত্রপাত৷জানাগেছে বিজেপি কর্মী মন্দিরাম রিয়াং এবং তিপ্রামথার কর্মী হরেনজয় রিয়াংএর মধ্যে ভিলেজ কমিটি গঠনের ইস্যু নিয়ে আলোচনা থেকে বাকযুদ্ধ বাধে৷খবর পেয়ে সেখানে ছুটে যায় তিপ্রা মথার অন্যান্য কর্মী সমর্থকেরা৷তারা এলাকার বিএসি চেয়ারম্যান সজল চাকমার বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ৷ মারধোর করে চেয়ারম্যানকেও৷
খবর পেয়ে বিজেপি কর্মীরা সেখানে ছুটে গিয়ে তিপ্রা মথার কর্মীদের উপর পাল্টা আক্রমন করে বলে অভিযোগ৷ এই ঘটনার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠে৷দু দলের সংঘর্ষে আহত তিপ্রা মথার কর্মী প্রানেশ দেওয়ানকে পুলিশ বাহিনী হাসাপাতালে নিয়ে গেলে সেখানেও বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তিপ্রা মথার৷ ভাংচুর করা হয় মথার বুথ সভাপতি সুধির চাকমার গাড়িও৷দুই রাজনৈতিক দলের ঝামেলা সামলাতে রক্তাক্ত হতে হয় সঞ্জিব চাকমা নামে এক পুলিশ কনস্টেবলকেও৷
ঘটনায় বিজেপি কর্মীদের হাতে তিপ্রা মথার চারজন আহত হন৷ভাংচুর এবং অগ্ণিসংযোগ করা হয় তিপ্রামথা দলের বাইক সুকটিতেও৷ এর পরই বিভিন্ন দিক থেকে ধারালো অস্ত্র লাঠিসোটা নিয়ে তিপ্রা মথার কর্মী সমর্থকেরা জড়ো হতে থাকে বলে অভিযোগ৷পেঁচারথল এলাকা সহ সেখানকার জাতীয় সড়ক রীতিমতো দখল নেয় মথার কর্মীরা৷
পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ টিএসআর ও অতিরিক্ত নিরাপত্তা কর্মী৷ছুটে আসেন জেলা পুলিশ সুপারও৷দুই রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতি সামলাতে একটা সময় টিআর গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে৷অবশ্য তিপ্রা মথার কর্মীদের ভয়ে একটা সময় পিছু হটে বিজেপি কর্মীরা৷ অন্যদিকে তিপ্রামথার কর্মীদের দিকে পাল্টা মারধোরের অভিযোগ তুলে বিজেপিও৷অবশ্য আক্রান্ত বিএসি চেয়ারম্যান দাবি করেন বিষয়টি প্রথমে রাজনৈতিক না থাকলেও পরে ঘটনার সাথে রাজনৈতিক রং জড়ানোর চেষ্টা হয়৷ ঘটনার পর অভিযুক্তদের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে পেঁচারথল থানায় হাজির হয় মথার কর্মী সমর্থকেরা৷তারা ১২ জন বিজেপি কর্মীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আন্দোলনে নামার হুশিয়ারী দেন মথার নেতৃত্ব৷সব মিলিয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এলাকায়৷ঘটনায় তীব্র আতঙ্কে ভূগছেন এলাকার মানুষ৷এদিকে পুলিশ শান্তি বজায় রাখতে তৎপর৷এলাকায় মোতায়েত করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ঘটনাকে ঘিরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকায়৷