NFR : আগরতলা-বেঙ্গালুরু গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালাবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে, প্রথম রেলযোগে যুক্ত হচ্ছে আগরতলা – সেকেন্দ্রাবাদ

আগরতলা, ২৯ জুন (হি. স.) : করোনার প্রকোপ ক্রমেই কাটিয়ে উঠছে গত দেশ। ফলে, আগরতলা থেকে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগরতলা সেকেন্দ্রাবাদ ও নিউ জলপাইগুড়ি-উদয়পুরের মধ্যে স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তাত্পর্যপুর্ন বিষয় হল, এই প্রথম রেলযোগে আগরতলা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সেকেন্দ্রাবাদ।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ০২৫২৪ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্ট. গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি ৬ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি আগরতলা থেকে মঙ্গলবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে রওনা দেবে এবং তৃতীয় দিন রাত ৮টা বেজে ১৫ মিনিটে বাঙ্গালোর ক্যান্ট. পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ০২৫২৩ বেঙ্গালুরু ক্যান্ট.-আগরতলা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটি ৯ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে শুক্রবার সকাল ১০টা বেজে ১৫ মিনিটে রওনা দিবে এবং চতুর্থ দিন রাত ৩টা নাগাদ আগরতলা পৌঁছাবে।

এদিকে, ০৭০৩০/০৭০২৯ সেকেন্দ্রাবাদ-আগরতলা-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনটির পরিষেবা আরও দুই ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, সেই অনুযায়ী ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ৫ ও ১২ জুলাই (সোমবার) রওনা দিবে এবং আগরতলা থেকে ৭ ও ১৬ জুলাই (শুক্রবার) রওনা দিবে।

সাথে তিনি যোগ করেন, ০৯৬০১/০৯৬০২ উদয়পুর-নিউ জলপাইগুড়ি-উদয়পুর উৎসব স্পেশাল ট্রেনটির পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী ট্রেনটি বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে উদয়পুর থেকে প্রত্যেক শনিবার তথা ২৬ জুন থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে এবং নিউ জলপাইগুড়ি থেকে প্রত্যেক সোমবার তথা ২৮ জুন থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।

তিনি বলেন, ওই ট্রেনগুলির স্টপেজ এবং সময়ের বিস্তৃত বিবরণ রেলওয়ে ওয়েবসাইটে পাওয়া যাবে। সাথে তিনি সকল যাত্রীদের মনে রাখতে বলেছেন, যাত্রীরা নিজেদের গন্তব্য স্থানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য বিধি মানতে হবে। সমস্ত যাত্রীদের এই সম্পর্কে রেলওয়ে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের আধিকারিকদের সাথে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *