মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিংকে শ্রদ্ধা মোদীর, অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানালেন অ্যাথলিটদেরও

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বকালের সেরা অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা দিলেন তিনি। তাঁর বিশ্বাস, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন খেলোয়াড়রা। করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েও কোভিড পরবর্তী শারীরিক সমস্যার কাছে হার মানেন উড়ন্ত শিখ। গত ১৯ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন কমনওয়েলথে সোনাজয়ী পদ্মশ্রী মিলখা। 

এদিন  ‘মন কি বাত’  অনুষ্ঠানে সেই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে গিয়ে মোদী বলেন, ‘মিলখা সিং যখন শেষবার হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনুরোধ জানিয়েছিলাম, অলিম্পিকে অংশ দেওয়া অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে। তিনিই তো আগামীদের অনুপ্রেরণা। এর আগেও তাঁর সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনও তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়। খানিকক্ষণ কথা বলেই বুঝেছিলাম, খেলার প্রতি তাঁর ভালবাসা ঠিক কতখানি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *