ধর্মনগরে নাবালিকা অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ধর্মনগরের কামেশ্বরে নাবালিকাকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন স্থানীয়রা৷ প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দুই যুবক৷ কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ অপহরণকারী এক যুবককে আটক করা হয়েছে৷অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রকাশ্য দিনের বেলায় নাবালিকা অপহরণের চেষ্টা৷ গ্রামবাসীদের তৎপরতায় আটক করা হল এক অপহরণকারী যুবককে৷ ঘটনা ধর্মনগর কামেশ্বর গ্রামে৷


জানা গেছে ,নাবালিকা অপহরণের চেষ্টায় আরো এক যুবক থাকলেও এলাকাবাসী তাকে ধরতে পারেনি৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আজ সকাল থেকেই এলাকার এক নাবালিকাকে অপহরণের উদ্দেশ্য নিয়ে সাবাজপুর ও পদ্ম বিলের দুই যুবক কামেশ্বর এলাকায় একটি সুকটি নিয়ে ঘোরাফেরা করছিল৷ এরইমধ্যে গ্রামের এক নাবালিকাকে সুকটিতে নিয়ে পালানোর চেষ্টা করলে নাবালিকার মা সুকটি সমেত যুবকটিকে আটক করেন৷ নাবালিকার মায়ের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে সুকটি সহ যুবকটিকে পাকড়াও করেন৷

যদিও সঙ্গে থাকা আরেক যুবক ঘটনা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায়৷ আটককৃত যুবকের বাড়ি শাহবাজপুর এলাকায়৷ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ এই দুই যুবককে এলাকায় অকারণে চলাফেরা করতে দেখা যেত৷ এদিকে নাবালিকার মা জানিয়েছে নাবালিকাটির সাথে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে নাবালিকাকে সতর্ক করে৷ এরই মধ্যে সকালে ওই যুবক সুকটি নিয়ে কোনরকমে ফুসলিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা করে৷ তৎক্ষণাৎ তার মা এসে সুকটির সমেত ওই যুবককে আটক করে৷এলাকাবাসী ওই যুবকের বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগ এনে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *