সেভিলা, ২৭ জুন (হি.স.) : ইউরো কাপের সেরা দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছে বিশ্বের ফুটবলপ্রেমীরা। প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বনাম পর্তুগাল লড়াই। কারণ লড়াইটা যে বিশ্বের ১ নম্বর দলের সাথে গতবারের ইউরো চ্যাম্পিয়নদের। এই ম্যাচে দলের পাশাপাশি চোখ থাকবে দুই তারকার দিকে বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহূর্তে তিনি গ্রুপ পর্বে পাঁচ গোল করে তিনি দ্বিতীয়বার দলকে ইউরোপ সেরা করার স্বপ্ন দেখছেন। অন্যদিকে গ্রুপ পর্বে লুকাকুর গোলসংখ্যা ৩।
ভারতীয় সময়ে আজ রাত সাড়ে ১২ টায় শুরু হবে। ম্যাচের আগে অবশ্য বেলজিয়াম কোচ জানিয়েছেন, তারা রোনাল্ডোকে নিয়ে বেশি ভাবছেন না। কারণ কোনো একজন খেলোয়াড়কে মার্ক করলে বাকিরা সুযোগ পেয়ে যাবে। বেলজিয়াম কোচ স্বীকার করেছেন, রোনাল্ডো বিশ্বমানের ফুটবলার যেকোন সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। কিন্তু কোনো একজনকে মার্ক করতে চাইছে না বেলজিয়াম।
এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে বেলজিয়াম। গ্রুপ লিগের তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। অন্যদিকে শুধুমাত্র হাঙ্গেরির বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল। জার্মানির কাছে হেরে, ফ্রান্সের সাথে ড্র করেছে তারা। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে একটিতে জয়লাভ করেছে পর্তুগাল। ও অন্য ম্যাচটি ড্র হয়েছে। অতীতে পরিসংখ্যানে পর্তুগাল এগিয়ে থাকলেও ধারেভারে অনেকটাই এগিয়ে বেলজিয়াম। মাঝমাঠে রয়েছে ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনের মতো তারকা। যিনি গোল করতেও পারেন, গোল করতেও পারেন। অন্যদিকে আক্রমণে বেলজিয়ামের প্রধান অস্ত্র ইন্টার মিলান তারকা রোমেলু লুকাকু। এছাড়াও রয়েছেন এডেন হ্যাজার্ড।
তবে রোনাল্ডো ছাড়া দলটা একদমই ছন্দে নেই। ব্রুনো ফার্নান্দেজ ফর্মে না থাকায় তাকে আজ বসতে হতে পারে। রক্ষণে রুবেন দিয়াস ও পেপের মতো অভিজ্ঞ তারকারা লুকাকু, হ্যাজার্ড, ব্রুইনেদের কতটা রুখতে পারবেন তা সময় বলবে। তবে আজকের বেলজিয়ামকে রুখতে রোনাল্ডোর পাশাপাশি পর্তুগালের রক্ষণকে আরও শক্ত হতে হবে। নয়তো এবারের মতো বিদায় ঘন্টা বেজে যাবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।