রাজ্যব্যাপী বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের ১৮৩ তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যে উদযাপিত হয়েছে৷ এ উপলক্ষ্যে তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক শ্রদ্ধা’লি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জানান, বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায় বাংলা সাহিত্য জগতের এক উজ্জলতম নক্ষত্র৷ তাঁর সাহিত্য কীর্তি আজও অমলিন৷ তাঁর রচিত বন্দেমাতরম সঙ্গীতটি ভারতের স্বাধীনতা আন্দোলনের মুখ্য প্রেরণা হিসাবে কাজ করেছিল৷ উপমুখ্যমন্ত্রী আরও বলেন ১৪টি উপন্যাস বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায় রচনা করেছিলেন৷ এরমধ্যে কিছু উপন্যাস নিয়ে চলচিত্র তৈরী হয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসগুলি আগামী দিনেও নবীন প্রজন্মকে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে৷


অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য উচ্চ শিক্ষা পরিষদের চেয়ারম্যান ড. অরুনোদয় সাহা, রাজ্য সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল এবং অধিকর্তা রতন বিশ্বাস৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের প্রতিক’তিতে মাল্যদান করে শ্রদ্ধা’লি ’াপন করেন৷ অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি দপ্তরের শিল্পীগণ জাতীয় গান ’বন্দেমাতরম’ সঙ্গীতটি পরিবেশন করেন৷ অনুষ্ঠানটি কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সকল বিধি নিষেধ মেনে আয়োজন করা হয়েছে৷


ধলাই জিলা পরিষদের কনফারেন্স হলে আজ সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয়৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর উদ্যোগে এবং ধলাই জিলা পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কোভিড স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা’লি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জলন করে শ্রদ্ধা’লী অনুষ্ঠানের সূচনা করেন জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ)৷ অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ) সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্রের প্রতিক’তিতে মাল্যদান করে শ্রদ্ধা ’াপন করেন৷ তাছাড়াও অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিক’তিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য গোপাল দেবনাথ, সদস্যা নন্দা চক্রবর্তী, তথ্য ও সংস্ক’তি দপ্তরের ধলাই জেলা আধিকারিক বিশ্বজিৎ দেব ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ৷


অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ) তাঁর বক্তব্যে সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্রের জীবনাদর্শ তুলে ধরেন৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য গোপাল দেবনাথ৷ স্বাগত বক্তব্যে বঙ্কিমচন্দ্রের জীবনের বিভিন্ন দিকের উল্লেখ করেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের জেলা আধিকারিক বিশ্বজিৎ দেব৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জেলা সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্যা নন্দা চক্রবর্তী৷


সারা রাজ্যের সাথে সিপাহীজলা জেলাতেও আজ সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে৷ জেলার বিশালগড় মহকুমার গোপীনগর কমিউনিটি হলঘরে কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে এবং সিপাহীজলা জিলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি তথা জেলা সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুুপ্রিয়া দাস দত্ত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীনগর গ্রাম প’ায়েতের প্রধান স’ নম ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ৷ অনুষ্ঠানে অতিথিগণ বঙ্কিমচন্দ্রের প্রতিক’তিতে পুস্পার্ঘ ও মাল্যদান করে শ্রদ্ধা’লি ’াপন করেন৷


অনুষ্ঠানে জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জীবন ও তাঁর রচিত সাহিত্য নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ের সহ অধিকর্তা পা’ালী দেববর্মা৷ অনুষ্ঠানে বন্দেমাতরম সংগীতটি পরিবেশিত হয়৷
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আজ জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ের উদ্যোগে সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের ১৮৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক শ্রদ্ধা’লী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের প্রতিক’তিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পন করেন উত্তর ত্রিপুরা জেলার সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সদস্য দীপাল দাস৷ তাছাড়াও জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ের জেলা আধিকারিক চন্দন সরকার, ধর্মনগর মহকুমা তথ্য ও সংস্ক’তি আধিকারিক স’ব কুমার দাস সহ অন্যান্য অতিথিগণ বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের প্রতিক’তিতে পুস্পার্ঘ অর্পণ করেন৷ অনুষ্ঠানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন দপ্তরের শিল্পীগণ৷ কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে গোমতী জেলা তথ্য ও সংস্ক’তি কার্যালয়ের কনফারেন্স হলে আজ সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজমদার৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অরুণ কুমার রায়৷ অনুষ্ঠানে উদ্বোধক শ্রী মজমদার বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ তিনি সকলকে বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের লেখা বই পড়ার পরামর্শ দেন৷ তাছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অরুণ কুমার রায়৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্ক’তি দপ্তরের জেলা আধিকারিক মনোজ দেববর্মা৷ অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়৷ কোভিড স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
জেলার মাতাবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও আজ সাহিত্য সমাট বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ গোমতী জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুক্লা মজমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক ভ-াচার্য, তথ্য ও সংস্ক’তি দপ্তরের জেলা আধিকারিক মনোজ দেববর্মা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অতিথিগণ বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জীবন ও তাঁর রচিত সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ তাছাড়াও জেলার কাকড়াবন কমিউনিটি হলে বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শ্রদ্ধা’লি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়৷ উদ্বোধক শ্রীদেবরায় বঙ্কিমচন্দ্র চে-াপাধ্যায়ের উপন্যাস ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী অভিষেক দেবরায়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী জীতেন্দ্র মজমদার৷ অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *