প্যারিস, ২৭ জুন (হি.স.) : প্যারিসে আর্চারি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করল ভারত। আমেরিকার হেভিওয়েট আর্চার ক্রিস কাফকে হারিয়ে স্বর্ণপদক জিতলেন অভিষেক বর্মা। এই নিয়ে বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় সোনা জয় করলেন অভিষেক। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার সোনা জিতেছিলেন ৩২ বছরের এই তারকা তীরন্দাজ।
জয়ের পর অভিষেক বলেন, ”এটাই তীরন্দাজি। এখানে শুধু হিট আর মিসের খেলা। আমার তো হৃদকম্পন বেড়ে গিয়েছিল। কিন্তু নিজেকে শান্ত রেখেছিলাম এবং পরের তীর ছোঁড়ার ওপর ফোকাস করছিলাম।”
এই প্রতিযোগিতায় আরও তিনটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। রবিবার বিশ্বের তিন নম্বর তারকা দীপিকা কুমারি নামবেন লড়াইয়ের মঞ্চে। সোনা জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন ভারতের এই তারকা মহিলা তীরন্দাজ।