নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুন৷৷ পথ বেওয়ারিশ কুকুরের আক্রমণাত্মক আক্রোশে প্রাণ গেলো এক যুবকের৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া ভাঙার পাড় এলাকায়৷ মৃত যুবকের নাম রাজেশ ঘোষ৷বয়স ২২ বৎসর৷ পেশায় হায়দরাবাদের বেসরকারি এ এস আর কোম্পানির ল্যাব টেকনিশিয়ান৷ কর্মস্থল উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতাল৷
অন্যান্য দিনের মতো গতকালও টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে রাতের ডিউটি সেরে বাড়ি আসার পথে উদয়পুর খিলপাড়া ভাঙার পাড় এলাকায় পথ বেওয়ারিশ কুকুরের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য হতভম্ব হয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি বারো চাকার লড়িতে সজোরে ধাক্কা খায় এবং লড়ির পেছনের বাঁদিকের চাকার সাথে রাজেশের বাইক ও দেহ আষ্টপৃষ্টে জড়িয়ে থাকে৷গভীর রাত হওয়ার সুবাদে আশেপাশের লোকজন ঘর থেকে বের হননি এবং নৈশ পথচারী বা যান চালকদের নজরেও বিষয়টি আসেনি৷
ফলে গভীর রাতে দুর্ঘটনা ঘটলেও প্রাত ভ্রমণ কারী জনগণের নজরেই বিষয়টি ধরা পরে৷ প্রাত ভ্রমণ কারীদের মাধ্যমেই প্রথমে উদয়পুর রাধাকিশোরপুর থানায় খবর পাঠানো হয়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ রাজেশের দেহ উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন৷ এই ভাঙার পাড় চৌমূহনী এলাকায় কিছু বেওয়ারিশ কুকুর দীর্ঘদিন ধরে পথ চলতি মানুষকে আতঙ্ক গ্রস্ত করে তোলে, রাজেশ প্রায়শই এই কুকুর গুলির আক্রোশের সম্মুখীন হতো৷গতকাল রাতে কুকুরের আক্রোশেই হতভম্ব হয়ে দাড়িয়ে থাকা লড়ির পেছনে সজোরে ধাক্কা খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ দুপুরে ময়না তদন্তের পর নিকট আত্মীয়ের হাতে রাজেশের নিথর দেহ তোলে দেওয়া হয়৷ রাজেশের দেহ খিলপাড়া নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসীর চোখের জলে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে যায়৷ রাজেশের বাবা পীযুষ ঘোষ উদয়পুর কোর্টের মহরার কাজ করেন৷রাজেশের আরেক ভাই সীতেশ পড়াশোনায় রাজেশের মতোই মেধাবী৷ রাজেশ খিলপাড়াস্থিত চিলড্রেন্সএকাডেমির নামক নার্সারি সুকল থেকেই মেধাবী ছাত্র ছিলো৷ রাজেশের মৃত্যুতে খিলপাড়া সহ উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে৷ খিলপাড়া ও ভাঙার পাড় এলাকার জনগণ দীর্ঘদিন ধরে এই বেওয়ারিশ পথ কুকুর গুলির উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং রমেশ সুকল থেকে খিলপাড়া পর্যন্ত রাস্তার উভয় পাশে যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসছেন৷ এই বেওয়ারিশ পথ কুকুর ও অবৈধ পার্কিংয়ের জন্যই একজন উদীয়মান তরতাজা যুবকে অসময়ে প্রাণ বিসর্জন দিতে হলো বলে ওয়াকিবহাল মহল মনে করেন৷