Corona : ত্রিপুরায় উঠানামা করছে করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু মিছিল চলছে, সুস্থতা স্বস্তি দিচ্ছে

আগরতলা, ২৬ জুন (হি. স.) : ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা অনেকটা কমেছে। তবে, সংক্রমণের হার ক্রমশ উঠানামাই করছে। তেমনি, মৃত্যু মিছিলও সমানে চলছে। উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা শতকের নীচে নামছেই না। অবশ্য, স্বস্তি দিয়ে সুস্থ হয়েছেন ৪৫৯ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৮৫৬ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৫৮৫৭ জন মোট ৬৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ২৬ জন এবং রেপিড এন্টিজেনে ২৬৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ২৯১ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৪.৩৩ শতাংশ।

তবে, স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৫৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩২৬৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৪১৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬০১৬৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৮৭ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০৪ শতাংশ। নতুন করে ৩ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৬৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ১০১ জন, দক্ষিন জেলায় ২৬ জন, গোমতি জেলায় ৩৩ জন, ধলাই জেলায় ৩৩ জন, সিপাহীজলা জেলায় ৩১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৯ জন, ঊনকোটি জেলায় ২০ জন এবং খোয়াই জেলায় ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *