সরকারি কর্মচারীদের অ্যাডহক পদোন্নতি, নয়া পদোন্নতি নীতিতে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীদের পদোন্নতি বন্ধ৷ সুপ্রিম কোর্টে এখনও পদোন্নতি মামলার নিস্পত্তি হয়নি৷ এরই মাঝে রাজ্যের উন্নয়নের স্বার্থে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা৷ অ্যাডহক ভিত্তিতে পদোন্নতিতে সিলমোহর পড়ল মন্ত্রিসভার৷ তাতে সরকারি কর্মচারীরা উৎসাহিত হবেন এবং রাজ্যের উন্নয়নে তাঁরা আরও গভীরভাবে মনোনিবেশ করবেন৷ শুধু তা-ই নয়, কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে৷ আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই মন্ত্রিসভার সিদ্ধান্তের বর্ণনা দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, মন্ত্রিসভায় সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যেই অ্যাডহক পদোন্নতির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে৷


আজ তিনি বলেন, ২০১৫ সাল থেকে পদোন্নতি বন্ধ রয়েছে৷ কারণ, পদোন্নতিতে সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে এখনও নিস্পত্তি হয়নি৷ তাঁর কথায়, সরকারি কর্মচারীরা পদোন্নতি না পেয়ে কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন৷ অনেকেই পদোন্নতি না হওয়ায় প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারী রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের সৈনিক৷ ফলে তাঁদেরকে বঞ্চিত করে রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেই মনে করে ত্রিপুরা সরকার৷ তাই ত্রিপুরা সরকার নতুন পদোন্নতি নীতি ২০২১ এনেছে৷ আজ মন্ত্রিসভা এই নীতিতে অনুমোদন দিয়েছে৷


তাঁর বক্তব্য, নয়া নীতি মেনে সম্পর্ণ অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পাবেন সরকারি কর্মচারীরা৷ তবে ওই পদোন্নতি হবে এককালীন৷ তাঁর কথায়, একই কর্মচারী প্রাপ্য হলেও একাধিক পদোন্নতির সুবিধা পাবেন না৷ তবে এসসি, এসটি কিংবা সাধারণ শ্রেণির কর্মচারীদের পদোন্নতিতে ব্যাঘাত ঘটলে অর্থ দফতরের অনুমতি ছাড়াই পরবর্তী পদোন্নতি করতে পারবে সংশ্লিষ্ট দফতর৷ তিনি জানান, উঁচু পদ থেকে পদোন্নতি দেওয়া শুরু হবে৷ তাতে দেখা যাবে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷


আইনমন্ত্রীর সাফ জানালেন, এককালীন পদোন্নতি স্থায়ী নয়৷ সুপ্রিম কোর্টের রায় ঘোষণা পর্যন্ত অস্থায়ীভাবে কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে৷ তবে, কর্মচারীরা এককালীন আর্থিক সমস্ত সুবিধা পাবেন৷ তাঁর দাবি, দেশে অন্য কোনও রাজ্য এখনও এমন সাহসী সিদ্ধান্ত নেয়নি৷ তবে এখন ত্রিপুরাকে অনুসরণ করে অনেক রাজ্যেই সরকারি কর্মচারীরা পদোন্নতির সুযোগ পাবেন বলে মনে করেন তিনি৷ তাঁর সাফ কথা, সমস্ত আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অ্যাডভোকেট জেনারেল, আইন, অর্থ, তফশিলি জাতি, তফশিলি জনজাতি দফতরের মতামত নেওয়া হয়েছে৷ এর পরই মন্ত্রিসভা নয়া পদোন্নতি নীতি প্রণয়নে অনুমোদন দিয়েছে৷ তিনি জানান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের পর আজই মুখ্যসচিব সমস্ত দফতরের সচিবদের সাথে বৈঠক করেছেন৷ তাঁদের এ-বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *