নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ কোভিড অতিমারির এই সময়ে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যোগা আমাদের দেশেরই প্রাচীন এক পরম্পরা৷ প্রাচীনকালে মানুষ যোগচর্চার মাধ্যমে নিজেদেরকে সুস্থ ও নিরোগ রাখতেন৷ সুস্থ ও নিরোগ শরীরের জন্য প্রাচীন এই পরম্পরাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে৷ আজ সোমবার এনএসআরসিসি-র ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসে বক্তব্য পেশ করতে গিয়ে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাজ্য আয়ুষ মিশন-এর সহায়তায় আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এর পর অন্যান্যদের সাথে যোগা অনুশীলনে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, শারীরিক সুস্থতার লক্ষ্যে আয়ুষ মন্ত্রকের দিশা ও যোগাভ্যাস আমাদের অনুসরণ করা উচিত৷ করোনা অতিমারির এই সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে আমাদের দেশ আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷
তাঁর কথায়, নিয়মিত শরীরচর্চা আমাদের সুস্থতার জন্য একটি অত্যাবশ্যক অভ্যাস৷ আমাদের রাজ্যে শহর থেকে গ্রাম সর্বত্রই যোগা বা শরীরচর্চার অভ্যাস দীর্ঘদিন ধরে চলে আসছে৷ রাজ্য থেকে অনেকেই জাতীয় আসরের ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেছেন৷ যোগাভ্যাসের এই পরিধিকে আরও বিস্তৃতভাবে সমগ্র রাজ্যে ছড়িয়ে দিতে হবে৷ আমাদের দৈনন্দিন জীবনে যোগাচর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারলেই যোগা দিবসের সার্থকতা আসবে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সকলের সর্বাঙ্গীন সহযোগিতায় কোভিডের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউকেও মোকাবিলা করতে রাজ্য সম্পূর্ণ সক্ষম হবে৷ সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তুলতে মুখ্যমন্ত্রী সবার প্রতি নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চা করার আহ্বান জানান৷
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে৷ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই অধিকাংশ রাষ্ট্র এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে আসছে৷ রাজ্যে যোগাভ্যাসের পরিসর আরও বিস্তারের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্ব আরোপ করেছেন৷ ক্রীড়ামন্ত্রী বলেন, গতবছর আয়ুষ মন্ত্রালয়ের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যোগাভ্যাসে উৎসাহিত করতে ৫০ লক্ষ টাকার যোগা মেট বিতরণ করা হয়েছে৷ তিনি বলেন, যোগার জাতীয় ইভেন্টগুলিতে ত্রিপুরার অংশগ্রহণকারীদের সাফল্য উল্লেখযোগ্য৷ করোনাজনিত কারণে যখন খেলাধূলার চর্চা বন্ধ, সেই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগার ভূমিকা রয়েছে৷