যোগা করলেন হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ শরীর সুস্থ রাখার ক্ষেত্রে যোগা-র বিকল্প নেই৷ হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্তরাও যোগা করলেন৷ আজ আন্তর্জাতিক যোগা দিবসে জিবি হাসপাতালে ভরতি করোনায় আক্রান্ত রোগীদের যোগা করানো হয়েছে৷


এ-বিষয়ে সাংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন প্রতিমা ভৌমিক বলেন, করোনা আক্রান্তদের জন্য যোগাভ্যাস খুবই জরুরি৷ তাতে তাঁদের শরীর ও মন উভয়ই ভালো থাকে৷ তাঁর কথায়, আজ আন্তর্জাতিক যোগা দিবসে জিবি হাসপাতালে ডেডিকেটেড কোভিড ওয়ার্ডে রোগীদের যোগা করানো হয়েছে৷ তিনি বলেন, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং শারীরিক দিক দিয়ে তুলনামূলক সুস্থ করোনায় আক্রান্তদের যোগা করিয়েছেন ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেবিকারা৷ তাঁরাই নিজ উদ্যোগে ওয়ার্ডে গিয়ে করোনা আক্রান্তদের যোগা করার ব্যবস্থা করেন৷ সাংসদ প্রতিমা ওই সেবিকাদের দায়িত্বজ্ঞান এবং সেবামূলক মানসিকতার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই উদ্যোগের জন্য সেবিকাদের কুর্নিশ জানিয়েছেন৷ তিনি এদিন বলেন, যোগার প্রভাব আজ সর্বত্রই দেখা গিয়েছে৷ তা জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড ওয়ার্ডেও ছড়িয়ে পড়েছে৷ কারণ, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এমন করোনা আক্রান্তরা আজ যোগা করেছেন৷ শরীর সুস্থ রাখার নতুন উদ্যমের সাথে যোগায় শামিল হয়েছেন৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগা দিবসে ত্রিপুরায় এই উদ্যোগ প্রসংশার যোগ্য বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *