শ্বেতপত্র প্রকাশ রাহুলের, তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক-বার্তা দেশবাসীকে

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): কোভিড-১৯ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকেও সতর্ক করলেন। রাহুল জানালেন, “এই ভাইরাস যেহেতু পরিবর্তনশীল, তাই আমি বলতেই পারি তৃতীয় ঢেউয়ের পরও ফের ঢেউ আসতে পারে।” সোমবারের রেকর্ড পরিমাণে টিকাকরণ নিয়েও খুশি প্রকাশ করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, “এটা পরিষ্কার যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ নিয়ে ব্যাবস্থাপনা ভীষণ খারাপ ছিল, নেপথ্যে কারণগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এই ভাইরাস যেহেতু পরিবর্তনশীল, তাই আমি বলতেই পারি তৃতীয় ঢেউয়ের পরও ফের ঢেউ আসতে পারে।”
কোভিডে মৃতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রাহুল বলেছেন, “প্রাণ হারানো ৯০ শতাংশ মানুষকে বাঁচানো যেত। সেই সময় অক্সিজেনের অভাবই সবথেকে বড় কারণ ছিল। যদিও দেশে অক্সিজেনের কোনও অভাব নেই। প্রধানমন্ত্রীর চোখের জল কারও প্রাণ বাঁচাতে পারেনি, কিন্তু অক্সিজেন প্রাণ বাঁচাতে পারত।” রাহুল আরও বলেছেন, “কোভিড-১৯ নিয়ে এই শ্বেতপত্রর উদ্দেশ্য সরকারের দিকে আঙুল তোলা মোটেও নয়, বরং কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করা। গোটা দেশই জানে, তৃতীয় ঢেউ আঘাত হানবেই।” সোমবার রেকর্ড পরিমানে টিকাকরণ হয়েছে দেশে, ২১ জুন সারাদিনে ৮৬,১৬,৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাহুল বলেছেন, “হ্যাঁ, সোমবার খুবই ভালো কাজ হয়েছে (এক দিনে রেকর্ড পরিমানে টিকাকরণ)। কিন্তু, শুধুমাত্র একদিনের জন্য নয়, যতদিন না পর্যন্ত দেশের সমস্ত নাগরিককে আমরা টিকা দিতে পারছি, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *