অমরাবতী, ২২ জুন (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪,১৬৯ জন। এছাড়াও বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। ফলে অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে হল, যথাক্রমে ১৮,৫৭,৩৫২ এবং ১২,৪১৬।
মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে ৪,১৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৭,৯১,০৫৬ জন এবং চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫৩,৮৮০ জন।
2021-06-22