কোভিড-সংক্রমণ নিম্নমুখী, ২৮ জুন থেকে মাস্ক আবশ্যিক নয় ইতালিতে

রোম, ২২ জুন (হি.স.): আগামী ২৮ জুন, সোমবার থেকে ফেস মাস্ক আর বাধ্যতামূলক নয় ইতালিতে। জানিয়ে দিল ইতালির স্বাস্থ্য মন্ত্রক। ইতালির স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুন (সোমবার) থেকে বাড়ির বাইরে ফেস মাস্ক আর বাধ্যতামূলক অথবা আবশ্যিক নয়। করোনাভাইরাসের প্রকোপে একটা সময় বিধ্বস্ত হয়েছিল ইউরোপের এই দেশ। ইতালিতে ধীরে ধীরে কমছে কোভিডের সংক্রমণ, মৃত্যুও কমেছে।
ইতালিতে কোভিড টিকাকরণও চলছে বিশেষ তৎপরতার সঙ্গে। ইতিমধ্যেই ১২ বছর বয়সের ঊর্ধ্বে ৩০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে ইতালিতে। এমতাবস্থায় ইতালির স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, ২৮ জুন থেকে বাড়ির বাইরে ফেস মাস্ক আর বাধ্যতামূলক অথবা আবশ্যিক নয়। উল্লেখ্য, বিগত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন এবং ২১ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৪,২৫৩,৪৬০ জন, তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪,০৪৯,৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭,২৯১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *