গ্রিন সিটিতে উন্নীত করতে হবে আহমেদাবাদকে : অমিত শাহ

আহমেদাবাদ, ২২ জুন (হি.স.): শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্বের মধ্যে গ্রিন সিটিতে উন্নীত করতে হবে আহমেদাবাদকে। মঙ্গলবার চারাগাছ রোপণ করার আহমেদাবাদের জনগণ ও পৌর নিগমের সমস্ত সদস্যদের কাছে এই আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আহমেদাবাদের বোড়াকদেব এলাকায় সিন্ধু ভবন রোডে আহমেদাবাদ পৌর নিগমের চত্বরে তিনটি চারাগাছ রোপণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
চারাগাছ রোপণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আহমেদাবাদ পৌর নিগমের গোটা টিমের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম সবুজের আবরণে ঘিরে ফেলার লক্ষ্য নেওয়া উচিত আহমেদাবাদকে, যদিও তা সম্ভব।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও বলেছেন, “পৃথিবী, মানবতা এবং পরিবেশকে বাঁচানো আমাদের দায়িত্ব। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পাখিদের খাবার দেবে।…গাছের ওষধি সুব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *