আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা তথাগতে রায়ের

কলকাতা, ২১ জুন (হি. স.) : আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা দিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগতে রায়।

সোমবার টুইটে তথাগতবাবু লেখেন, “সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে সবার সুস্থ দেহ ও সুস্থ মন কামনা করছি। ভারতের অতীতের ঋষিরা যোগ উদ্ভাবন ও এর বিকাশ করেছিলেন। যোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বয়সের ছাপ ধীর করে দেয়, উদ্বেগ মুক্ত করে, মন এবং শরীরে আরও ভাল রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *