নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৬ জুন৷৷ রাজ্যের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ব্যাঙ্গালোরে৷ ঘটনা গতকাল ব্যাঙ্গালোরে৷ দক্ষিণ জেলার বিলোনীয়া ভারত চন্দ্র নগর ব্লকের পাইখোলা নাথপাড়ার যুবক সুকুমার পাল(৩৫) ব্যঙ্গালোরে দীর্ঘ প্রায় দশ বছর ধরে হোটেলে কাজ করে৷ গত আগষ্ট মাসে সে বাড়ি থেকে যায়৷ বাড়িতে কোন ধরনের সমস্যা নেই৷ বাড়িতে একমাত্র বার বৎসরের বিকলাঙ্গ মেয়ে৷
কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সে ফোন রিসিভ করেনি এবং বুধবারে তার ঝুলন্ত মৃতদেহ উদ্বার হয় তার ভাড়া বাড়িতে৷ পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন যুবক পাইখলার ব্যাঙ্গালোরে ছেতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তারাই থানাতে দৌড়ঝাঁপ করছে৷ কিন্তু ঝুলন্ত মৃতদহের যে ছবি পরিবারের কাছে আছে পরিবারের লোক আত্মহত্যা বলে মানতে নারাজ৷ ঘটনার সুষ্ঠ তদন্ত চাইছে পরিবারের পক্ষ থেকে৷