নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে, এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ‘পিঞ্জরা তোড়’-এর দুই সদস্য দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহা। গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্ত দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল ও আসিফ ইকবাল তানহা, গত ১৫ জুন তাঁদের জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। কিন্তু, এখনও জেল থেকে তাঁরা মুক্তি পাননি।
তাই অবলিম্বে জেল থেকে মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন নাতাশা-সহ ৩ জন। প্রসঙ্গত, নাতাশাদের মুক্তির নথি যাচাইয়ের জন্য অতিরিক্ত সময় চেয়েছে দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ট্রায়াল কোর্ট অর্ডার সংরক্ষিত রেখেছে। তাই জামিন মিললেও, এখনও তাঁরা জেল থেকে মুক্তি পাননি। দিল্লি হিংসার ঘটনার পর দেবাঙ্গনা, নাতাশা এবং আসিফকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের ধারায় গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরা এখনও তিহাড় জেলেই রয়েছেন।
2021-06-17