নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার জেলা কংগ্রেসের ব্যানারে আগরতলা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ জেলা কংগ্রেসের সভাপতির অনুপস্থিতিতে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেন৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে সদর জেলা কংগ্রেস৷ বিক্ষোভ আন্দোলনেও সদর জেলা কংগ্রেসের সভাপতির অনুপস্থিতি রাজনৈতিক মহলের কৌতুহলের সৃষ্টি করেছে৷
সদর জেলা কংগ্রেসের নামে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে ব্রাজ্জের দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে৷
একে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত অর্থাৎ কাম চালাও সভাপতির সাংগঠনিক যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব মেনে নিতে পারছেন না অনেকেই৷ সে কারণেই বুধবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এর স্পষ্ট চিত্র ভেসে উঠেছে৷ লক্ষনীয় বিষয় হল প্রদেশ কংগ্রেসের চামচা লাউড সভাপতির নেতৃত্বে সদর জেলা কংগ্রেসের নামে যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে কংগ্রেসের একজন সিনিয়র লিডারের পেট্রোল পাম্পের সামনে করা হয়েছে৷
স্বাভাবিক কারণেই দলীয় কোন্দলের চিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে৷ রাজধানী আগরতলা শহরে আরো অনেক পেট্রলপাম্প রয়েছে৷ সেগুলির সামনে প্রতিবাদ বিক্ষোভ না করে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি কেন কংগ্রেসের একজন সিনিয়র পেট্রলপাম্পের সামনে এ ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করলেন তা নিয়েও দলীয় অভ্যন্তরে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি নিজেই যে দলীয় কোন্দলকে আরো চাঙ্গা করতে সক্রিয় হয়ে উঠেছেন এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন৷
এদিকে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতির কাজকর্মে অতিষ্ঠ হয়ে দলীয় নেতারা একের পর এক পদত্যাগ করতে শুরু করেছেন৷ অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল ইতিমধ্যেই তার পদত্যাগপত্র পেশ করেছেন৷ জানা গেছে তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের কামন চালাও সভাপতির পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে৷