নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ গত চবিবশ ঘন্টায় রাজ্যে ৫২৮ জন সংক্রমিতের সন্ধান মিলেছে৷ অন্যদিকে, এই সময়ের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে করোনায়৷
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে প্রচারিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে এদিন আরটিপিসিআরের মাধ্যমে টেস্ট করা হয়েছে ১৪৬১ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট মিলেছে বত্রিশজনের৷ অন্যদিকে, রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৮ হাজার ৯৩ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৪৯৬ জনের৷ মোট ৯ হাজার ৫৫৪ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে এদিন৷
আক্রান্তের হিসেবে দেখা গিয়েছে, পশ্চিম জেলায় ১৮০ জন, গোমতী জেলায় ৫৭ জন, খোয়াই জেলায় ৩১ জন, ধলাই জেলায় ৬০ জন, সিপাহীজলা জেলায় ২৫ জন, উত্তর জেলায় ৭০ জন, ঊনকোটি জেলায় ৫৭ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন৷ বর্তমানে রাজ্যে কোভিড -১৯ পজেটিভ রোগীর সংখ্যা ৪ হাজার ৩৫০জন৷