আগরতলা, ১৫ জুন : মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার থেকে মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ঠিকানা কিছুই জানা যায়নি।ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার আউট পোষ্টের পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার পোষ্টের পুলিশ ছুটে এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে,মৃত যুবকের মুখ দিয়ে রক্ত ঝরেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানান, এখনো পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন সে মহারাজগঞ্জ বাজার থেকে কাগজ পুড়িয়ে বিক্রি করতো। ২/৩ ঘণ্টা আগেও তাকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কিভাবে তার মৃত্যু হল সে বিষয়ে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছেন না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।মহারাজগঞ্জ বাজার থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।