নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করবে ত্রিপুরা সরকার৷ আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে এ-বিষয়ে অনুমোদন দেওয়া হবে৷ এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকদের সমস্ত সুযোগ-সুবিধা মিটিয়ে দেওয়ার পন্থা খুঁজে বের করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক উপকৃত হবেন৷
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্ট বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণের জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে৷ কারণস ২০১২ সালের ২ জুলাই ৯৬২ জন বিজ্ঞান শিক্ষক চাকরিতে যোগ দিয়েছিলেন৷ সরকারি নিয়ম মেনে পাঁচ বছর পর তাঁদের নিয়মিত করার বিধান রয়েছে৷ কিন্তু পূর্বতন সরকার তাঁদের নিয়মিত করেনি৷ এমন-কি, বর্তমান সরকারও তাঁদের নিয়মিত করেনি৷ কারণ, শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে পূর্বতন সরকারের আমলে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল৷ এর পর থেকে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে আদালতে একের পর এক মামলা চলছে৷ ফলে, বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করার বিষয়ে ভাবেনি৷
ফলে, বিজ্ঞান শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন৷ ওই মামলায় প্রধান বিচারপতি অকিল কুরেশি গত ১৮ ডিসেম্বর রায় দেন, ছয় মাসের মধ্যে বিজ্ঞান শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দিয়ে নিয়মিত করতে হবে৷ এক্ষেত্রে ওই সকল বিজ্ঞান শিক্ষক ২ জুলাই ২০১৭ থেকে নিয়মিত শিক্ষক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাবেন৷ সূত্রের দাবি, এই সুবিধা নগদে কিংবা প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে প্রদান করা হবে তা নিয়েই ত্রিপুরা সরকার পরীক্ষা-নিরীক্ষা করছে৷ তবে, আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সকলকে নিয়মিত করবে ত্রিপুরা সরকার৷ মন্ত্রিসভায় কাল তাতে অনুমোদন দেওয়া হবে৷