গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : কোকরাঝাড়ের অভয়াকুটি গ্রামে একটি আম গাছের একই ডালে গলায় ফাঁস জড়িয়ে নাবালিকা দুই বোনের কথিত ‘আত্মহত্যা’র রহস্য উন্মোচিত হয়েছে। দুই বোনকে দলবদ্ধভাবে ধৰ্ষণ করে খুন করা হয়েছিল। এই দুষ্কর্মের সঙ্গে জড়িত মোট সাত অভিযুক্তকে কোকরাঝাড় পুলিশ গ্রেফতার করেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ ভোররাতে টুইট করে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিটিআর-এর আইজিপি তাঁকে এ ঘটনায় মোট সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন। সব অভিযুক্তকে গ্রেফতার করায় তিনি সন্তোষ ব্যক্ত করেছেন টুইটার হ্যান্ডলে।
মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর টুইটার হ্যান্ডলে আজ এ-কথা স্পষ্ট করে আরও বলেছেন, ‘ধৰ্ষণ ও হত্যার বলি দুই উপজাতি বালিকার মৃত্যুজনিত ঘটনার সমাধান হয়েছে। বিটিআর-এর আইজিপি এলআর বিষ্ণোই আমাকে ফোন করে তদন্তের ফলাফল জানিয়েছেন। রবিবার আমি তাদের (নিহত দুই নাবালিকা) বাসগৃহে গিয়েছিলাম। অপরাধীদের শনাক্ত করে পাকড়াও করায় অত্যন্ত সন্তুষ্টি অনুভব করছি।’
গত শনিবার (১২ জুন) কোকরাঝাড়ের অভয়াকুটি গ্রামে একটি আম গাছের একই ডালে গলায় ফাঁস জড়িয়ে নাবালিকা দুই বোনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনাকে অনেকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহত নাবালিকার পরিবারের সদস্যগণ এবং অন্য বহুজন একে প্রথমদিন থেকেই খুন বলে অভিযোগ করছিলেন। নিহতরা যথাক্রমে অভয়াকুটির জনৈক বিভীষণ রাভার ১৪ বছরের মেয়ে রবিতা রাভা এবং স্বপন রাভার ১৬ বছরের সোমাইনা রাভা। তারা দুজন সম্পর্কে খুরতুতো বোন ছিল। দুই বালিকাকে দলবদ্ধভাবে ধৰ্ষণের পর হত্যা করে আত্মহত্যার রূপ দিতে গ্রামের একটি আমগাছের একই ডালে গলায় ফাঁস জড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে পুলিশের তদন্তে ধরা পড়েছে।
পুলিশ তদন্তে নেমে ঘটনার পরের দিন পাঁচ অভিযুক্তকে আটক করে। ধৃতরা যথাক্ৰমে ধুবড়ির হানিফ শেখ (২০), কোকরাঝাড়ের জাহানুর ইসলাম (২৩), শংকরদেব বৰ্মন (২৭), মহম্মদ আফতাফ আলি (২৬) এবং মোজাম্মেল শেখ (২০)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে কোকরাঝাড় থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০(বি)/৩০২ ধারায় ৪৪০/২০২১ নম্বরে মামলা রুজু করে গতকাল রাতে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, জানান আইজিপি এলআর বিষ্ণোই (আইপিএস)। তবে বাকি ধৃত দুজনে নাম জানা যায়নি।
এদিকে গত ১৩ জুন দিল্লি থেকে ফিরে সোজা কোকরাঝাড় থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অভয়াকুটি গ্রামে শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ড. শর্মা। তাঁর সঙ্গে ছিলেন বিটিআর-প্রধান প্রমোদ বড়ো ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। সম্পর্কে খুরতুতো দুই নাবালিকা বোন যথাক্রমে রবিতা রাভার বাবা বিভীষণ রাভা এবং সোমাইনা রাভার বাবা স্বপন রাভা ও তাদের মায়েদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি সান্ত্বনা দিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে দুই মেয়ের মৃত্যুজনিত নানা বিষয়ে খোঁজ নিয়েছিলেন তিনি। এর পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘটনার সম্পূৰ্ণ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং শোকাহত পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা ও সান্ত্বনা দিতে এখানে এসেছেন। তিনি বলেছিলেন, উপজাতি সম্প্রদায়ভুক্ত দুই কিশোরীর করুণ মৃত্যু খুন না আত্মহত্যা তা তদন্তের পর বেরিয়ে আসবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার আগে স্পষ্ট করে কিছু এখনই বলা সম্ভব নয়। তবে যদি খুন-ঘটিত হয় তা-হলে দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর যদি আত্মহত্যাই হয়, তা-হলে এরও কারণ বের করবে পুলিশ, দৃঢ়তার সঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানিয়েছিলেন, নিহত কিশোরীর সঙ্গে মৃত্যুর আগে কোনও একজন কথা বলেছিল। তার সন্ধান পাওয়া গেছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ ক্ষিপ্রতার সঙ্গে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া ঘটনার সুষ্ঠু ও ক্ষিপ্রতার সঙ্গে তদন্ত করতে এসআইটি গঠন করতে নির্দেশ দিয়েছিলেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. শর্মা। সে অনুযায়ী বিটিআর-এর আইজিপি এলআর বিষ্ণোই এসআইটি গঠন করে তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পরিচালিত করে এই সাফল্য লাভ করেন।
এদিকে অভয়াকুটি গ্রামে চাঞ্চল্যকর দুই বোনের রহস্যমৃত্যুর পর খোঁজ নিতে তাদের বাড়ি গিয়েছিলেন প্ৰাক্তন বিধায়ক বিজেপি নেতা অশোক সিংঘী। তিনি বলেছিলেন, অভয়াকুটি গ্রামের আশপাশে বহু ভূমি জবরদখলকারীদের কবলে চলে গেছে। এই সব জবরদখলকারীদের জন্য স্থানীয় জনগোষ্ঠীয় মানুষজন বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। মর্মান্তিক ঘটনাটি এই সব জবরদখলকারীদের কেউ সংগঠিত করেছে বলে প্রাক্তন বিধায়ক সন্দেহ ব্যক্ত করেছিলেন। তাই শিগগির এদের উচ্ছেদ করে গ্রামকে জবরদখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি পেশ করেছেন প্রাক্তন বিধায়ক সিংঘী।