প্রয়াত জাতীয় পুরষ্কারজয়ী সঞ্চারি বিজয়, অভিনেতাকে চোখের জলে বিদায়

বেঙ্গালুরু, ১৫ জুন (হি.স.): চিকিৎসকদের শত প্রচেষ্টা কাজে এল না, প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় অভিনেতা সঞ্চারি বিজয়। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সঞ্চারী বিজয়। অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাত ৩.৩৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সঞ্চারি বিজয়ন।
গত ১১ মে, শুক্রবার দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা সঞ্চারি। সোমবার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাও অভিনেতাকে বাঁচাতে সমস্ত ধরনের চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু মঙ্গলবার ভোররাত ৩.৩৫ মিনিট নাগাদ চিরঘুমে শায়িত হয়েছেন এই কন্নড় অভিনেতা। এদিন হাসপাতাল থেকে অভিনেতার নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর রবীন্দ্র কলা ক্ষেত্রে। সেখানে তাঁকে চোখের জলে শেষশ্রদ্ধা জানানো হয়। পৈতৃক ভিটেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিটনা’ ছবির সঙ্গে অভিনয় সফর শুরু করেছিলেন সঞ্চারি বিজয়। বহুল সমালোচিত ছবি ‘নান্নু অভানাল্লা’য় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন সঞ্চারি বিজয়। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যাক্ট ১৯৭৮’ ছবিতেও নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন অভিনেতা। অভিনেতার অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *