কলকাতা, ১৫ জুন (হি স)। দলবদল নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। সোমবারই একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। রাজ্যে শাসক দলের কর্মীদের হাতে বিজেপি-র কর্মী-সমর্থকদের ওপর লাগাতার অত্যাচার নিয়ে তাঁরা সরব হন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন জগদীপ ধনকর। এ দিন একটি টুইট করেছেন রাজ্যপাল। সেখানেই দিল্লি সফরের কথা জানিয়েছেন তিনি। ১৮ তারিখ কলকাতায় ফিরবেন। ঠিক কী কারণে এই সফর, তা নিয়ে টুইটে কোনও মন্তব্য করেননি ধনকর। ফলে ঠিক কী কারণে তিনি হঠাৎ দিল্লি যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।