আগরতলা, ১৫ জুন : কৃষি আইন বাতিল সহ আটক দফা দাবিতে রাজধানী আগরতলা শহরে বাঙালি কর্ষক সমাজের প্রতিবাদ বিক্ষোভ। কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন গ্রহণ করেছে সে গুলি কৃষক স্বার্থবিরোধী। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার জন্য দেশব্যাপী গত ছয় মাসের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন কৃষক সংগঠন। বাঙালি কর্ষক সমাজের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারকে তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে বাঙালি কর্ষক সমাজের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের রাজ্য সভাপতি দুলাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় সরকারকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। প্রতিটি ব্লক এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বেকারদের ১০০ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কৃষি ব্যবস্থাকে কোনভাবেই বেসরকারিকরণ চলবে না। পেট্রোপণ্যের বর্ধিতমূল্য অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। সরকারের তিনটি কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
2021-06-15