অমরিন্দরের বাড়ির বাইরে অকালি দলের বিক্ষোভ, আটক সুখবীর সিং

মোহালি, ১৫ জুন (হি.স.): টিকা দুর্নীতি নিয়ে গত কিছু দিন ধরেই ক্ষোভে ফুঁসছিল শিরোমণি অকালি দল। সেই ক্ষোভ ও রাগের বহিঃপ্রকাশ হল মঙ্গলবার। এদিন পঞ্জাবের সিসওয়ানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন শিরোমণি অকালি দলের নেতা ও কর্মীরা, রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শিরোমণি অকালি দলের নেতা ও কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পঞ্জাব পুলিশ। উপস্থিত ছিলেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। পরে সুখবীরকে আটক করেছে পুলিশ।
সিসওয়ানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবন। এদিন শিরোমণি অকালি দলের অসংখ্য নেতা ও কর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। টিকা দুর্নীতিই ছিল এদিন বিক্ষোভের কারণ। আটক হওয়ার প্রাক্কালে সুখবীর সিং বাদল জানিয়েছেন, “যদি কোনও বিপর্যয় হয়, তাহলে নিজের সমস্ত বাহিনী ব্যবহার করেও ক্যাপ্টেন তা থামাতে পারবেন না। টিকা নিয়ে দুর্নীতি চলছে, ফতেহ কিট নিয়ে দুর্নীতি, এসসি স্কলারশিপ নিয়েও দুর্নীতি, কৃষকদের জমি অধিগ্রহণ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *