কোভিডে ২,৭২৬ জনের মৃত্যু, ৭৫-দিন পর ভারতে সংক্রমণ কমে ৬০,৪৭১

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): ভারতে আরও কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৬০,৪৭১ জন, ৭৫ দিন পর ভারতে এতটা কমল আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা আড়াই হাজারের বেশি। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭২৬ জন করোনা-রোগী। সোমবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৫৯,৭৮০ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৯,১৩,৩৭৮ জন (৩.০৯ শতাংশ)।  
কোভিড টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে ভারতে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২৫,৯০,৪৪,০৭২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৭২৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৭৭,০৩১ জন (১.২৮ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৫১,৩৫৮। দেশে এই মুহূর্তে সাপ্তাহিক সংক্রমণের হার কমে ৪.৩৯ শতাংশে পৌঁছেছে এবং দৈনিক সংক্রমণের হার ৩.৪৫ শতাংশ-বিগত ৮ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৮২,৮০,৪৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৫.৬৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ০৭২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৯,২৭,১৫৪ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *