ক্ষমতাচ্যুত নেতানিয়াহু, ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

জেরুজালেম, ১৪ জুন (হি.স.): দীর্ঘ ১২ বছর পর ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হলেন বেঞ্জামিন নেতানিয়াহু, ফলে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন দক্ষিণপন্থী ইহুদি জাতীয়তাবাদী নাফতালি বেনেটে। টেক মিলিয়নেয়ার এবং প্রাক্তন স্পেশাল ফোর্সেস কমান্ডার বেনেট ইজরায়েলের দীর্ঘতম প্রধানমন্ত্রী বেঞ্জামিনকে  ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার বেঞ্জামিন ক্ষমতাচ্যুত হওয়ার পরই তেল আভিভে হাজার হাজার মানুষ আনন্দ উদযাপন করেছেন। ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল-প্রমুখ রাষ্ট্রনেতারা।
বেশ কিছু দিন ধরেই ইজরায়েলের রাজনৈতিক মহলে ডামাডোল চলছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। রবিবার ভোটাভুটিতে হেরে যান নেতানিয়াহু। ১২০ আসনের মধ্যে তাঁর পক্ষে ভোট পড়ে ৫৯টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি বেশি। ক্ষমতাচ্যুত হওয়ার পরে নেতানিয়াহু বলেন, ‘‘যত দিন না আমরা এই সরকারকে সরিয়ে ফের দেশের ক্ষমতা দখল করছি, তত দিন আমরা মাথা উঁচু করে আমাদের দায়িত্ব পালন করব।’’ অন্যদিকে, নতুন প্রধানমন্ত্রী বেনেট বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই দেশের উন্নতির কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *