অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে জালিয়াতদের খপ্পরে দমদমের মডেল

কলকাতা, ১৪ জুন ( হি স): করোনা আবহের মাঝেই ক্রমাগত বাড়ছে জালিয়াতদের জালিয়াতি । ফের খাস কলকাতায় জালিয়াতির অভিযোগ । অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে খোয়া গেল টাকা। সোমবার এমনটাই অভিযোগ জমা পড়েছে দমদম থানায় ।
 করোনা আবহে বর্তমানে লকডাউন চলছে রাজ্য জুড়ে । কিন্তু এই লকডাউন আবহের মাঝেই ক্রমাগত বাড়ছে জালিয়াতির অভিযোগ । অভিযোগ উঠেছে, দমদমের বাসিন্দা পেশায় উঠতি মডেল অনলাইনে তিনি খাবার অর্ডার করেন । অভিযোগকারীনির অভিযোগ, চাইনিজ খেতে ইচ্ছা হয়েছিল বলে  তিনি অনলাইনে খাবার অর্ডার করেন । ১৩০ টাকার খাবার অর্ডার করেছিলেন তিনি । কিন্তু প্রতারকদের খপ্পরে পড়ে একাউন্ট থেকে গায়েব ৩০ হাজার টাকা । অভিযোগ, তাকে ফোন করে বলা হয় দেরি হওয়ার কারণে তার অর্ডার ক্যানসেল হয়ে গেছে টাকা রিফান্ড হয়ে যাবে । তবে, তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে । প্রতারকদের কথামতো সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপত্তি । উধাও হয়ে গেল হাজার হাজার টাকা । ফোন হ্যাক করে টাকা গায়েব করে নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগকারীনির আরও অভিযোগ ইতিমধ্যেই দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । কিন্তু অভিযোগ দায়ের করার পরেও বিভিন্ন নম্বর থেকে তার কাছে ফোন আসছে এবং তাকে বলা হচ্ছে টাকা রিফান্ড দেওয়া হবে অ্যাপ ডাউনলোড করতে । ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *