নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ জুন৷৷ একদিকে বিলোনিয়া শহরে চলছে করোণা কারফিউ, অন্যদিকে পুলিশের কঠোর নজরদারি ব্যবস্থা এই দুই ব্যবস্থাকে ছেদ করে রাতের আধারে বিলোনিয়া এলাকার চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে জনমনে৷ প্রশ্ণ চিহ্ণ দেখা দিচ্ছে পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে৷ চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে বিলোনিয়া শহরের বাঁশপাড়া কলোনি এলাকার বাসিন্দা মৃদুল কান্তি দাসের বাড়িতে৷
যা সিসি ক্যামেরা তে ধরা পড়ে চোরেরা কী ভাবে বাড়িতে প্রবেশ করে বাইক চুরি করে নিয়ে যায়৷ বাড়ির উঠানে সুকটি, পালসার বাইকের সাথে রাখা ছিল মৃদুল কান্তি দাসের বাড়ির ভাড়াটিয়া দিলীপ সরকারের স্ফেন্ডার বাইক৷ স্ফেন্ডার বাইক টি কালো রংয়ের৷ মৃদুল কান্তি দাসের বাড়িতে ভাড়া থাকতো৷ সিসিটিভি ফুটেজ দেখা যায় চোরেরা তিনজন ছিল এর মধ্যে দুইজন ওয়াল বিয়ে বাড়িতে প্রবেশ করে স্ফেন্ডার বাইক চুরি করে নিয়ে যায়৷ বাড়িতে প্রবেশ করার সদর দরজা বন্ধ তাকালেন পাশের একটি দরজা খোলা থাকাতে, সেখানে দিয়ে নিয়ে যায় চোরেরা স্ফেন্ডার বাইক৷ মৃদুল কান্তি দাস এর বাড়ির ভাড়াটিয়া দিলীপ সরকার অবশেষে বিলোনিয়া থানার দ্বারস্থ হয়ে , চুরি হওয়ার ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানান৷
উদয়পুর সংযোজন ঃ শনিবার রাধাকিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর নিউ টাউন রোড স্থিত হোম টাউন নামক দোকানে৷ দোকান থেকে জিনিষপত্র চুরি করার সময় হাঁতেনাতে আটক এক যুবক৷ ঘটনা, পরবর্তীতে চুরি করার দায়ে আটক যুবককে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নিউ টাউন রোড এলাকায়৷ আজ সাত সকালে দোকান খোলার সাথে সাথে ঐ যুবক কিছু দামি জিনিস পকেটে ঢুকিয়ে নেয়৷ প্রায় এক-দের ঘন্টা দোকানে ঘুরে পকেটে দামি মাল ঢুকিয়ে চম্পট দেয়৷ ঐ সময় ঐ যুবক কোন কিছু ক্রয় করেন নি৷ আজ আবার দ্বিতীয় বারের জন্য যুবক টি ঐ দোকানে আসলে দোকান কর্মচারী ও মালিক তাকে লক্ষ্য করতে থাকে এবং ঐ যুবক যাওয়ার সময় সন্দেহ বশত তাকে পরীক্ষা করতে পকেট থেকে দামি জিনিস পাওয়ায় রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়৷
আগেও এই যুবকটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সি সি ক্যামেরায় ধরা গেছে বলে জানিয়েছেন দোকান মালিক৷পরে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে ঐ যুবককে থানায় নিয়ে যায়৷এই ঘটনায় নিউ টাউন রোড স্থিত দোকান মালিকদের মধ্যে উৎকন্ঠা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷