রাশিয়ার বিরুদ্ধে বড় জয় বেলজিয়ামের, ক্লাব সতীর্থ এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর

সেন্ট পিটার্সবার্গ, ১৩ জুন (হি.স.) : ইউরো কাপের তৃতীয় ম্যাচে  রাশিয়াকে হারাল বেলজিয়াম। বেলজিয়ামের প্রধান ভরসা রোমেলু লুকাকুর জোড়া গোল করেন।
প্রত্যাশামতোই ম্যাচে শুরু থেকে দাপট দেখাতে থাকে ‘রেড ডেভিলস’। যার পরিণাম ১০ মিনিটেই রাশিয়ার বিরুদ্ধে প্রথম গোল করেন লুকাকু। রাশিয়া রক্ষণে বোঝাপড়ার অভাবে টুর্নামেন্টে তাঁর প্রথম গোলটা তুলে নিয়ে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি ক্যামেরার দিকে ছুটে যান তিনি। তখনও ফুটবল বিশ্বের উৎকণ্ঠা কাটেনি ক্রিশ্চিয়ান এরিকসনকে নিয়ে। ক্লাব ফুটবলে সতীর্থ কোপেনহাগেনের হাসপাতালের বেডে শুয়ে থাকা এরিকসনকে বার্তা দিয়ে লুকাকু বলেন, ‘ক্রিস ক্রিস তোমায় ভালোবাসি।’ সঙ্গে লেন্সে স্নেহের চুম্বন।


রাশিয়া রক্ষণে চাপ বজায় রেখে ম্যাচের ৩৪ মিনিটে বরং দ্বিতীয় গোলটি তুলে নেয় বিশ্বের পয়লা নম্বর দল। রাশিয়া গোলরক্ষকের দস্তানায় একটি প্রয়াস প্রতিহত হলে বক্সে অরক্ষিত থমাস মুনিয়ের ফাঁকা গোলে বল ঠেলে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন লুকাকু। ম্যাচ শেষের দু’মিনিট আগে ইন্টার স্ট্রাইকারকে গোলের বলটি বাড়ান মুনিয়ের।
ব্রুয়েনহীন বেলজিয়ামের এই দাপুটে জয় টুর্নামেন্টের বাকি দলগুলোর কাছে হুমকির মতোই। তবে পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন এডেন হ্যাজার্ড। ।


উল্লেখ্য, শনিবার ডেনমার্ক-ফিনল্যান্ড ইউরোর তৃতীয় ম্যাচের প্রথমার্ধ এক ভয়ানক ঘটনার সাক্ষী থাকে। ম্যাচের ৪২ মিনিটের মাথায় হঠাতই বল ধরতে গিয়ে মাটিতে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসন। অক্সিজেন সাপোর্টের মাধ্যমে স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয় ইন্টার মিলান ফুটবলারকে। অধিনায়ক সাইমন কায়ের এবং মেডিক্যাল টিমের প্রত্যুৎপন্নমতিত্বে মাঠেই প্রাথমিক শুশ্রূষায় বিপদ কাটিয়ে ওঠেন ডেনমার্ক তারকা। ঘটনার ভয়াবহতায় সাময়িক ম্যাচ স্থগিত করে দেয় উয়েফা। প্রায় একঘন্টা পর তাঁর স্থিতিশীল হওয়ার খবরে হাঁফ ছেড়ে বাঁচে ফুটবল বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *