দামাস্কাস, ১৩ জুন (হি.স.) : সিরিয়ায় দুটি পৃথক হামলার ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আফরিনে কামানের হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। দুটি ঘটনায় কমপক্ষে ২৭ জন জখম বলে জানানো হয়েছে। শনিবার এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথম হামলাটি আবাসিক এলাকায় হয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হামলায় একটি হাসপাতালে। সিরিয়ার কুর্দিদের ওয়াইপিজি মিলিশিয়া বাহিনী ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে আবাসিক ভবনে আঘাত হেনেছে, আল শিফা হাসপাতালের সূত্রগুলো এমন অভিযোগ করেছে বলে জানিয়েছে। এর জবাবে আফরিনে মোতায়েন তুরস্কের বাহিনী সিরিয়ার মারাত আল নুমান শহরের আশপাশের গ্রামে কুর্দি মিলিশিয়াদের উপর গোলাবর্ষণ করেছে বলে জানা গিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তেল রিফাত এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।