নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): কোভিড-১৯ মহামারীর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে সমগ্র ভারত। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি সরকার। শনিবার দিল্লির ৯টি হাসপাতালে অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে কেজরিওয়াল বলেছেন, “কোভিডের তৃতীয় ঢেউযে সম্ভাবনা বাস্তবিক, তবে দিল্লিও প্রস্তুত রয়েছে।” দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেছেন, “অত্যন্ত অনুশাসনের সঙ্গে দিল্লির ২ কোটি মানুষের প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।
কেজরিওয়াল জানিয়েছেন, “ভবিষ্যতের চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়তে প্রস্তুতি জারি রেখেছে দিল্লি। দিল্লির ৯টি হাসপাতালে ২২ পিএসএ অক্সিজেন প্লান্টের উদ্বোধন হয়েছে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, জুলাই মাসের মধ্যে আরও ১৭ প্লান্ট শুরু করা হবে, দিল্লি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে।” যে ৯টি হাসপাতালে এদিন অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে, সেই হাসপাতালগুলি হল-দীপ চাঁদ বন্ধু হাসপাতাল, জিটিভি হাসপাতাল, বুরারি হাসপাতাল, মদন মোহন মালব্য হাসপাতাল, বাবাসাহেব আম্বেদকর হাসপাতাল, ইনস্টিটিউট অফ লিভার এন্ড বিলিয়ারি সায়েন্সেস, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, এসজিএম হাসপাতাল, রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল।
2021-06-12