নয়াদিল্লি, ১২ জুন (হি. স.): করোনা টিকার উপর থেকে তোলা হচ্ছে না জিএসটি। শনিবার জিএসটি কাউন্সিলের ৪৪তম বৈঠকের পর এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
শনিবার অনুষ্ঠিত হল জিএসটি কাউন্সিলের ৪৪তম বৈঠক । করোনা আবহে বিভিন্ন সমস্যা নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। তার মধ্যে অন্যতম হল টিকার উপর লাগু জিএসটি। তবে বৈঠকে শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন, করোনার ভ্যাকসিনের উপরে জিএসটি কমানো হবে না। যার অর্থ, টিকার বিক্রিতে ৫ শতাংশ হারে জিএসটি আদায় করতে থাকবে কেন্দ্র।
উল্লেখ্য, আগামী ২১ জুন থেকে দেশে ১৮ ঊর্ধ্বে সকলের জন্য বিনামূল্যে দেওয়া হবে করোনার টিকা । মুলত, সেকারণেই টিকার উপর থেকে জিএসটি তোলার প্রয়োজন নেই বলেই মনে করছে কেন্দ্র
2021-06-12