ফরাসি ওপেনে নাদালকে তৃতীয় পরাজয়ের স্বাদ দিয়ে ফাইনালে জকোভিচ

প্যারিস, ১২ জুন (হি.স.) : ফরাসি ওপেন হাইভোল্টেজ সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। ৯২ মিনিট ধরা চলা সেট টাইব্রেকারে হেরে নাদাল পিছিয়ে যান। ওপেন এরার সেরা দুই প্লেয়ারের সর্বোত্তম গ্র্যান্ড স্ল্যাম লড়াই দেখতে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। ভাবা গিয়েছিল চতুর্থ সেট জিতে নাদাল আরও দীর্ঘায়িত করবেন ম্যাচ। কিন্তু তা পারলেন না।
নোভাক জকোভিচের কাছে ফরাসি ওপেনে ১৬ বছরের কেরিয়ারে মাত্র তৃতীয় ম্যাচ হারলেন রাফায়েল নাদাল। অন্যদিকে নাদালের সাম্রাজ্যে তাঁকে দ্বিতীয়বার হারিয়ে অনন্য নজির থেকে মাত্র এক ধাপ দূরে সার্বিয়ান নোভাক জকোভিচ। এর আগে ২০১৫ ফরাসি ওপেনে নাদালের কাছে বশ্যতা স্বীকার করেছিলেন স্প্যানিয়ার্ড নাদাল।  সেমিফাইনালের ফল ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২।
দুই মহারথীর তৃতীয় সেটের লড়াইকে বোধহয় রোলাঁ গারোর ‘সর্বকালের সেরা’ বললেও অত্যুক্তি হয় না। ৫-৩ ব্যবধানে পিছিয়ে পড়া ‘রাফা’ টানা তিন গেম জিতে নিয়ে তখন ‘জোকার’কে বুঝিয়ে দিচ্ছেন কেন প্যারিসের লাল-সুড়কির কোর্ট তাঁর এত প্রিয়। আর টাইব্রেকারে ৭-৪ জয় ছিনিয়ে নিয়ে ‘জোকার’ মেগা সেমিফাইনালে বড়সড় অ্যাডভান্টেজ নিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *